এক নজরেঃ
জেলা সঞ্চয় অফিস/ব্যুরো, নীলফামারী জাতীয় সঞ্চয় অধিদপ্তর, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, অর্থ মন্ত্রণালয়-এর অধীন একটি সরকারী অফিস। দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় জাতীয় সঞ্চয় স্কিমসমূহের মাধ্যমে আহরণ করে জাতীয় বাজেটে ঘাটতি পূরণ করা, বৈদেশিক নির্ভরতা হ্রাস ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা পালন করা, বিশেষ জনগোষ্ঠী যেমন-মহিলা,বয়োজ্যেষ্ঠ নাগরিক, শারীরিক প্রতিবন্ধী, প্রবাসী বাংলাদেশী এবং অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা-কর্মচারীদেরকে আর্থিক ও সামাজিক নিরাপত্তা বেষ্ঠনীর আওতায় আনয়নে সহায়তা করাসহ প্রান্তিক আয়ের জনগোষ্ঠীর মধ্যে সঞ্চয়ী মনোভাব গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এখানে বিভিন্ন প্রকার সঞ্চয়পত্রে টাকা বিনিয়োগ করা যায় এবং এই বিনিয়োগের বিনিময়ে মাসিক, ত্রৈমাসিক ও মেয়াদী হিসাবে নির্দিষ্ট পরিমান মুনাফা প্রদান করা হয়।
সঞ্চয় সামাজিক নিরাপত্তার প্রতীক; স্বাবলম্বী এবং আত্ম-নির্ভরশীলতার সবচেয়ে বড় মাধ্যম।
আপনার সুদিনের সঞ্চয়, আপনার দুর্দিনের সহায়।
জেলা সঞ্চয় অফিসসমূহ মূলত সঞ্চয়পত্র, প্রাইজবন্ড বিক্রয় ও সঞ্চয়পত্র সংক্রান্ত প্রচার-প্রচারণার কাজ করে থাকে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস