বিভিন্ন প্রকার সরকারি সঞ্চয়পত্র (যেমনঃ পরিবার সঞ্চয়পত্র, ৫ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র, ৩ মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র) বিক্রয়ের মাধ্যমে জনগণের নিকট থেকে আমানত গ্রহণ করা হয় এবং মেয়াদঅন্তে উক্ত আমানত সমূহের বিপরীতে মুনাফা প্রদান করা হয়।
কিভাবে পাবেনঃ
নির্ধারিত ফরম পুরণ পুর্বক অফিসে প্রয়োজনীয় কাগজপত্র ( ক্রেতা এবং নমিনীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও ছবি, T IN এবং MICR চেক ও চেকের ফটোকপি) জমাদানের মাধ্যমে সঞ্চয়পত্র ক্রয় করা যায়।
সঞ্চয়পত্র ক্রয় সংক্রান্ত তথ্যাবলীঃ
সাধারণ তথ্যাদিঃ
১.ক্রেতা ও নমিনীর জাতীয় পরিচয়পত্র ব্যতীত সঞ্চয়পত্র ক্রয় করা যাবে না।
২.ক্রেতার ব্যাংক হিসাব ব্যতীত সঞ্চয়পত্র ক্রয় করা যাবে না।
৩.এক লক্ষ টাকার অধিক হলে নগদ টাকায় সঞ্চয়পত্র ক্রয় করা যাবে না। চেকের মাধ্যমে ক্রয় করতে হবে।
৪.এক লক্ষ টাকার অধিক হলে ক্রেতার TIN সনদ ব্যতীত সঞ্চয়পত্র
ক্রয় করা যাবে না।
৫.নাবালকের পক্ষে সঞ্চয়পত্র ক্রয় করা যাবে না।
প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্যাদি ঃ
১.প্রণীত নতুন ফরম পূরণ করে জমা দিতে হবে।
২.ক্রেতার ০২ কপি সত্যায়িত ছবি ও নমিনীর ০২ কপি ছবি(ক্রেতা কর্তৃক সত্যায়িত) জমা দিতে হবে।
৩.ক্রেতা ও নমিনীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে।
৪.নমিনী নাবালক হলে নাবালকের পক্ষে একজন প্রত্যয়নকারীর(পিতা/মাতা/দাদা/ আইনানুগ অভিভাবক) জাতীয়
পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে। ক্রেতা নমিনীর প্রত্যয়নকারী হতে পারবেন না।
৫.এক লক্ষ টাকার অধিক হলে ক্রেতার TIN সনদের ফটোকপি জমা দিতে
হবে।
৬.বিনিয়োগকারীর নিজ নামের ব্যাংক হিসাবের MICR চেকেরপাতা ও ফটোকপি জমা দিতে হবে। ক্রয়কারী ব্যতিত অন্য
কোন ব্যক্তিরব্যাংক হিসাবের চেক গ্রহণযোগ্য নয়।
৭.BANK STATE MENT ( নামের সঠিকতা, পূর্নাঙ্গ হিসাব নম্বর ও বিনিয়োগ যোগ্য পর্যাপ্ত টাকা আছে কিনা
তা যাচায়ের জন্য)।
৮. ক্রয় ফর্মে সংশ্লিষ্ট ব্যাংকের ROUTING NO: দিতে হবে।
৯.সঞ্চয়পত্রে স্বীকৃত প্রতিষ্ঠানিক বিনিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট ফান্ডের ব্যাংক হিসাবের চেক প্রদান করতে হবে।
ব্যাংক হিসাবের MICR চেকেরপাতা ও ফটোকপি জমা দিতে হবে।
১০.পেনশনার সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে পেনশন মঞ্জরির সত্যায়িত ফটোকপি, জিপিএফ চুড়ান্ত উত্তোলনের অনুমোদন পত্রের
ফটোকপি, পেনশনবইয়ের সত্যায়িত ফটোকপি,পি পিও এর ফটোকপি এবং প্রয়োজনেচঝচ-২ ফরম পেনশন মঞ্জুরকারী
কর্তৃপক্ষ কর্তৃকপুরণ ও স্বাক্ষরকরে জমা দিতে হবে।
১১.ক্রেতা ও নমিনীর মোবাইল নম্বর প্রদান করতে হবে।
১২.ক্রেতার ব্যাংক হিসাবের শিরোনাম (বাংলায় ও ইংরেজিতে NID কার্ডের অনুরূপ হতে হবে), পুর্ণাঙ্গ ব্যাংক হিসাব নম্বর,
ব্যাংকের নাম, ব্যাংকের শাখার নাম ও শাখার রাউটিং নম্বর এবং ব্যাংক হিসাবের ধরণ (সঞ্চয়ী/চলতি) উল্লেখ করতে হবে।
সঞ্চয়পত্র ক্রয় পদ্ধতিঃ
১.সঞ্চয়পত্র ক্রয় ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র নির্ধারিত আউটলেটে জমা
দিলে,আউটলেট থেকে একটি কম্পিউটার জেনারেটেড ভাউচার দেয়া হবে। এর দুটি অংশ থাকে একটি ব্যাংকের অংশ
অন্যটিগ্রাহকের অংশ।
২.নির্ধারিত লিংক ব্যাংকে জমা ভাউচারের মাধ্যমে নগদ/চেক (যেরূপ প্রযোজ্য) জমা হলে ব্যাংক থেকে একটি কনফার্মেশন
ভাউচার পাওয়া যাবে। এর তিনটি অংশ থাকে একটি ব্যাংকের অংশ, একটি সঞ্চয়পত্র বিক্রয়কারী আউটলেটের অংশ এবং
অন্যটি গ্রাহকের অংশ।
৩.ইতোপূর্বে সঞ্চয়পত্র বিক্রয়কারী আউলেট থেকে প্রাপ্ত ভাউচারের গ্রাহকের অংশ এবং লিংক ব্যাংক থেকেপ্রাপ্ত ভাউচারের
গ্রাহকের অংশ সঞ্চয়পত্র বিক্রয়কারী আউটলেটে দেখিয়ে সিস্টেম জেনারেটেড সঞ্চয়পত্র সংগ্রহ করতে হয়।
৪.চেকের মাধ্যমে টাকা পরিশোধের ক্ষেত্রে চেক কালেকশনের জন্য নির্ধারিত সময়ের প্রয়োজন।
সঞ্চয়পত্র নগদায়ন পদ্ধতি ঃ
১.মেয়াদপূর্তিতে সঞ্চয়পত্রের মুনাফা ও আসল এবং মেয়াদপূর্তির পূর্বে আসল শুধু সংশ্লিস্ট গ্রাহক/ফান্ডের ব্যাংক হিসাবে
EFTএর মাধ্যমে জমা করা হবে।
২.মেয়াদ পূর্তির পূর্বে সঞ্চয়পত্র নগদায়নের ক্ষেত্রে সঞ্চয়পত্রের স্ক্রিপ্টসহ অফিসে গিয়ে জমা করা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS